অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছিলেন নারী অধিকার কর্মীরা। শনিবারও কাবুলে বিক্ষোভ করেছেন তারা। এবার তালেবানের সমর্থনেও বিক্ষোভ সমাবেশ করলেন প্রায় ৩০০ আফগান নারী, যাদের আপাদ মস্তক কালো বোরকায় ঢাকা ছিল।
শনিবার কাবুলের শহীদ রাব্বানি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে তারা তালেবানের নারী পুরুষকে আলাদা রাখার নীতির সমর্থনে সমবেত হয়েছেন এবং আধুনিক নারী অধিকার কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
নারীদের শিক্ষার জন্য নতুন কঠোর পোশাক নীতি মেনে তারা তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তালেবান পতাকা উত্তোলন করেন। সমাবেশে তারা পশ্চিমাদের নারী নীতির বিরুদ্ধে কথা বলেন এবং তালেবানের নারী নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।
উপস্থিত নারীদের অল্প কয়েকজন মাত্র নীল বোরকা পরে এসেছিলেন, যাতে একটি ছোট জালের জানালা ছিল। কিন্তু অধিকাংশই কালো নেকাব পরে এসেছিলেন, যা দিয়ে চোখ ছাড়া মুখের বেশিরভাগ অংশ তারা ঢেকে রেখেছিলেন। অনেকের হাতে কালো দস্তানাও দেখা গেছে।
তালেবানের ১৯৯৬-২০০১ মেয়াদের শাসনে আফগানিস্তানে নারীদের অধিকার তীব্রভাবে খর্ব করা হয়েছিল। কিন্তু গত মাসে ক্ষমতায় ফেরার পর থেকে তারা দাবি করেছে যে তারা এবার কম কঠোর হবে।
তালেবানের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেওয়া হবে। তবে ছেলে ও মেয়েদের আলাদা ক্লাস নিতে হবে বা ক্লাসের মাঝখানে একটি পর্দা লাগিয়ে নারী ও পুরুষকে আলাদাভাবে বসাতে হবে। এবং নারীদেরকে অবশ্যই সারা দেহ ঢাকার জন্য আবায়া পোশাক এবং নিকাব পরতে হবে।
শনিবারের ওই সমাবেশে উপস্থিত নারীদের সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সমাবেশে তালেবানের বিশাল একটি পতাকা ওড়ানো হয় এবং তালেবানের বিরুদ্ধে বিক্ষোভকারী নারীদের সমালোচনা করে বক্তব্য রাখেন নারী বক্তারা।
তারা আফগানিস্তানের ইসলামিক আমিরাতের নতুন সরকারের বিচার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিক্ষোভ নিষিদ্ধ করার ঘোষণার প্রতিও সমর্থন জানান।