অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। বুন্দেসলিগায় জয় পেয়েছে দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। পয়েন্ট তালিকাতেও উন্নতি হয়েছে দুই দলের। লাইপজিগকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো রেড বুল অ্যারেনায় ফেরেন হুলিয়ান নাগেলসম্যান। লাইপজিগ ছেড়ে চলতি মৌসুমে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হানসি ফ্লিকের স্থলাভিষিক্ত হন ৩৪ বছর বয়সী জার্মান কোচ।পেনাল্টি থেকে বায়ার্নের প্রথম গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি। লিগের নতুন মৌসুমে চার ম্যাচেই ষষ্ঠ গোলের দেখা পেলেন পোলিশ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভলি থেকে বায়ার্নের দ্বিতীয় গোল করেন ১৮ বছরের জামাল মুসিয়ালা। ৫৪তম মিনিটে তৃতীয় গোলটি করেন লেরয় সানে। এর চার মিনিট পর লাইপজিগের হয়ে একটি গোল শোধ করেন কনরাড লেইমার। অতিরিক্ত সময়ে বায়ার্নের তৃতীয় গোল করেন এরিক ম্যাক্সিম চোপো-মোটিং।
লিগের আরেক ম্যাচে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ডর্টমুন্ড। তিনবার পিছিয়ে পড়েও আর্লিং ব্রট হালান্দের জোড়া গোলে প্রতিপক্ষে মাঠে ৪-৩ গোলে জিতেছে মার্কো রোজের দল।
ঘরের মাঠে ম্যাচের ৯ম মিনিটে ফ্লোরিয়ার রিজের গোলে এগিয়ে যায় লেভারকুজেন। ৩৭তম মিনিটে ডর্টমুন্ডকে সমতায় ফেরান হালান্দ। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
তার আগে প্রথমার্ধের যোগ করা সময়ে প্যাট্রিক শিকের গোল ফের এগিয়ে যায় লেভারকুজেন। ডর্টমুন্ডের হয়ে ৪৯তম মিনিটে সেই গোল শোধ করেন হুলিয়ান ব্রান্ড। ৫৫তম মিনিটে মোসা দিয়াবার গোলে তৃতীয়বারের মতো লিড নেয় লেভারকুজেন।
কিন্তু এবারও তা ধরে রাখতে পারেনি তারা। উল্টো হেরে বসে লেভারকুজেন। ৭১তম মিনিটে রাফায়েল গুরেইরার গোলে সমতায় ফেরার ৬ মিনিট পর ডর্টমুন্ডের জয়সূচক গোল করেন হালান্দ।
এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন। নাগেলসম্যানের শিষ্যরা ২ পয়েন্ট পিছিয়ে আছে শতাংশ জয় ধরে রেখে শীর্ষে থাকা ভলসবুর্গের। অন্যদিকে নতুন কোচ হেসে মার্শের অধীনে চার ম্যাচের তিনটিতে হেরে ছয়ে লেভারকুজেন।