Brazilian: অস্ত্রোপচার হলেও এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে

অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। বৃহদান্তের (কোলন) টিউমার অপসারণের সফল অস্ত্রোপচার হলেও এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন (আইসিইউ) ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। সুস্থ হতে আর কয়েকটা দিন লাগবেন জানিয়েছেন তিনি।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলারের। পেলের দেখভাল করা মেডিকেল দল জানিয়েছে, তিনি ‘সচেতন আছেন। বেশ ভালোভাবে কথাবার্তা বলতে পারছেন এবং স্বাভাবিক গুরুত্বপূর্ণ অঙ্গভঙ্গিতে সাড়া দিতে পারছেন।’ইনস্টাগ্রামে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে জানিয়েছেন, ‘প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে আমিও অল্প অল্প ভালো বোধ করছি।’

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি স্বাস্থ্যঘটিত সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে পেলেকে। সেরে উঠতে আর কয়েকদিন লাগবে জানিয়ে তিনি আরও লেখেন, ‘সেরে উঠতে আমার আর বেশ কিছুদিন লাগবে। যখন থেকে আমি এখানে, পরিবারের সঙ্গে প্রচুর কথা বলার সুযোগটি আমি নিয়েছি। তোমার সবার ভালোবাসাময় বার্তার জন্য আবার ধন্যবাদ। আমার শিগগিরই ফের একত্রিত হবো।’রুটিন পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়ে পেলের টিউমার শনাক্ত হয়। ৩১ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?