অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। ইনজুরিতে পড়ে ৪ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার মার্টিন ব্রাথওয়েট। লা লিগায় গত ২৯ আগস্ট গেতাফেকে হারানো ম্যাচে চোটে পড়েন ব্রাথওয়েট। রবিবার মেডিকেল টেস্ট রিপোর্টে তার হাঁটুর চোটের তীব্রতা জানা গেছে। বার্সেলোনা এখন ডেনমার্কের এই ফরোয়ার্ডের চিকিৎসা পদ্ধতি নিয়ে ভাবছে।
সাংবাদিক জেরার্ড রোমেরোর উদ্ধৃতি দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ‘৩০ বছর বয়সী ব্রাথওয়েট ৩ থেকে ৪ মাসের জন্য ছিটকে যেতে পারেন।’ব্রাথওয়েটকে হারানো বার্সা কোচ রোনাল্ড কোম্যানের জন্য বড় ধাক্কা। কারণ চোটের কারণে বেশ কিছু তারকার সার্ভিস পাচ্ছেন না তিনি। ওসমানে দেম্বেলে, সার্জিও আগুয়েরো এবং আনসু ফাতির সঙ্গে এবার সাইডলাইনে জায়গা নিতে হচ্ছে ব্রাথওয়েটকে।
চলতি গ্রীষ্মে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছেন। দল বদলের শেষ দিনে পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদে ফিরেছেন আতোয়ান গ্রিজমান। এ অবস্থায় সেভিয়া থেকে ধারে বার্সায় যোগ দেওয়া লুক ডি জংয়ের সামনে সুযোগ নিজেকে মেলে ধরার।মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হয়তো মাঠে নামার সুযোগ পাচ্ছেন ডি জং।