অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাড়তি কভিড-১৯ টিকা ডোজ না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এর আগেও ডব্লিউএইচও বুস্টার ডোজ নিয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করেছিল। তাদের যুক্তি, বিশ্বব্যাপী লাখ লাখ লোক এখনো কোন ভ্যাকসিন পায়নি।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস বুধবার বলেন, ‘যখন যে সব কোম্পানি এবং দেশ টিকা সরবরাহ নিয়ন্ত্রণ করে আমি চুপ থাকবো না। তারা মনে করে বিশ্বের দরিদ্রদের উচ্ছিষ্ট নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত।’
ধনী দেশ ও ভ্যাকসিন প্রস্তুতকারীদের আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন বুস্টার ডোজের চেয়ে দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যকর্মী এবং দুর্বল জনগোষ্ঠীর কাছে প্রথম ডোজ পাওয়াকে অগ্রাধিকার দেয়।তিনি বলেন, ‘আমরা পুরোপুরি টিকাপ্রাপ্ত সুস্থ ব্যক্তিদের জন্য বুস্টারের ব্যাপক ব্যবহার দেখতে চাই না।’
ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডোজ বিতরণে কঠোর অসাম্য দূর করতে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কভিড-১৯ টিকা বুস্টার ডোজের ওপর স্থগিতাদেশের আহ্বান জানিয়েছিল।
তবে বুধবার টেড্রোস বলেন, বিশ্বের পরিস্থিতির খুব কম পরিবর্তন হয়েছে। তাই আজ আমি অন্তত বছরের শেষ পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানোর আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলো দরিদ্র দেশগুলোকে এক বিলিয়নের বেশি ভ্যাকসিন ডোজ দান করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেই ডোজের ১৫ শতাংশেরও কম বাস্তবায়িত হয়েছে।আর কোন প্রতিশ্রুতি চাই না। আমরা শুধু ভ্যাকসিন চাই বলেও উল্লেখ করেন টেড্রোস আধানম গেব্রেয়েসাস।