অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। বিশ্বকাপ ফুটবল দুই বছর পর পর আয়োজন করা যায় কিনা, এ নিয়ে বেশ জোর দিয়েই ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। তবে এমনটা হলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রধান আলেকসান্দার সেফেরিন।
আসের্নালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের প্রস্তাবিত দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা খতিয়ে দেখেছে ফিফা। ওই প্রস্তাবনায় বিশ্বকাপ আবর্তিত হবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মত মহাদেশীয় টুর্নামেন্টের সঙ্গে। এবং এটি চার বছরের পরিবর্তে অনুষ্ঠিত হবে দুই বছর অন্তর।
এ অবস্থায় দ্য টাইমসকে সেফেরিন বলেন, ‘আমরা এটা না খেলার সিদ্ধান্ত নিতে পারি। আমি যতটুকু জানি, দক্ষিণ আমেরিকান ফুটবলও একই পথে হাঁটবে। এমন একটি বিশ্বকাপের জন্য শুভ কামনা রইল। আমি মনে করি এটি কখনো ঘটবে না। কারণ এটি ফুটবলের মৌলিক নীতির পরিপন্থী।’
এদিকে বৃহস্পতিবার ওয়েঙ্গার বলেছেন, ফিফার দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় ‘খুবই ইতিবাচক সাড়া পাচ্ছে’।
এদিকে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ওই প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি টিম চাহিল ও ডেনমার্কের সাবেক গোলরক্ষক পিটার শেমিচেল।