অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। বিশ্বকাপের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন গ্রাহাম কেনেডি। এখনো জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় তিনি।
১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে ৩ জন স্ট্যান্ড-বাই ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে দলটি। তবে আলাদা করে তিনজন রিজার্ভ প্লেয়ারকে চিহ্নিত করা হয়নি আয়ারল্যান্ড বোর্ডের বিজ্ঞপ্তিতে।দলে ফিরেছেন করেন গ্যারেথ ডেলানি, যিনি ২০২০ সালের মার্চের পরে দেশের জার্সিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।
প্রত্যাশিতভাবেই বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বলবার্নি। জায়গা পেয়েছেন পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন, ব্যারি ম্যাককার্থির মতো তারকারা। রয়েছেন সিমি সিংও। শেন গেটকেট, হ্যারি টেকটরের মতো নির্ভরযোগ্য ক্রিকেটারদেরও জায়গা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।