অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বেশ বড়সড় একটা চমক দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ রবি রামপালকে দলে রেখেছে দলটি। ৬ বছর পর যিনি ক্যারিবিয়ান টিমে ফিরলেন। অন্যদিকে মূল দলে জায়গা হয়নি জেসন হোল্ডারের।বৃহস্পতিবার ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরের জন্য দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
রামপাল উইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ক্যারিবীয়দের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেন। মূলত চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) করা দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই ডানহাতি পেসার।
অলরাউন্ডার রোস্টন চেজ প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। সিপিএলে তিনিও দারুণ খেলছেন।সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের সঙ্গী ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
কিয়েরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ট্রাভেলিং রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।