অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। স্থগিত হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট। ইংল্যান্ড বনাম ভারতের পাঁচ টেস্ট সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচের বল মাঠে গড়ানোর আগে স্থগিত হলো প্রথম দিনের খেলা।ম্যানচেস্টার টেস্ট স্থগিত হতে পারে, এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। সেই গুঞ্জনই সত্যি হলো শুক্রবার (১০ সেপ্টেম্বর), পঞ্চম টেস্ট শুরুর দিন।
খেলা শুরুর ঘণ্টা তিনেক আগে প্রথম দিনের খেলা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ম্যানচেস্টার টেস্ট একাধিক দিন পিছিয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।ওভাল টেস্ট চলাকালে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীসহ কোচিং প্যানেলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হন। তবে এতে ম্যাচে কোনো প্রভাব পড়েনি।
কিন্তু ম্যানচেস্টার টেস্টের আগে ভারতের সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলে নির্ধারিত দিনে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে দুই দলের ক্রিকেটাররা নেগেটিভ শনাক্ত হন। যার ফলে ম্যানচেস্টার টেস্ট হওয়া নিয়ে শঙ্কা কিছুটা দূর হয়।
কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমও দাবি করেছিল, নির্ধারিত সময়ে বল মাঠে গড়াবে। কিন্তু শুরুর দিন এলো স্থগিতের ঘোষণা। এর ফলে করোনা শনাক্তের ব্যাপারেও ধোঁয়াশা দেখা দিয়েছে। নতুন করে করোনা আক্রান্ত পাওয়া গেছে বলেও ধারণা করা হচ্ছে। অবশ্য আক্রান্তের মধ্যে ক্রিকেটার নাকি সাপোর্ট স্টাফদের কেউ, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আলোচিত ম্যানচেস্টার টেস্ট কবে থেকে ফের মাঠে গড়াবে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ভারত।