অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে নতুন আরেকটি রেকর্ডও করেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
মেসির গোলে বলিভিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে দলের ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা ছেড়ে সদ্য পিএসজিতে যোগ দেওয়া তারকা।এই গোলেই পেলের রেকর্ড ভেঙে দেন মেসি। লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন এলএমটেন।
বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৭৯। ৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এতদিন সিংহাসন দখলে রেখেছিলেন পেলে।
১৯৫৭-৭১ মেয়াদের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে এই গোল করেন ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী তারকা। পেলের রেকর্ড ভাঙার পথে মেসিকে খেলতে হয়েছে ১৫৩ ম্যাচ।