অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। এবারের ইউএস ওপেনে চমক সৃষ্টি করেছেন দুই কিশোরী। জায়ান্টদের বিদায় করে দেওয়ার পাশাপাশি দুজনে উঠেছেন ফাইনালে। নিউইয়র্কে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য মুখোমুখি হবেন কানাডিয়ান কন্যা লেইলাহ ফার্নান্দেজ ও ব্রিটিশ কন্যা এমা রাদুকানো।
সেমিফাইনালে দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়েছেন ফার্নান্দেজ। গত সোমবার ১৯ বছর বয়সে পা রাখেন তিনি। সাবালেঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছেন এই অবাছাই তারকা। র্যাঙ্কিংয়ে ৭৩তম স্থানে থাকা ফার্নান্দেজ ৭-৬ (৭-৩), ৪-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন ২৩ বছর বয়সী বেলারুশিয়ানকে।
এর আগেও আসরে চমক দেখিয়েছেন ফার্নান্দেজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ও পঞ্চম বাছাই এলিনা সিভিতোলিনাকে হারিয়ে আলোচনায় আসেন এই কানাডিয়ান কিশোরী।
সেমিতে রাদুকানো সরাসরি সেটে হারিয়েছেন গ্রিসের ১৭তম বাছাই মারিয়া সাক্কারিকে। ৬-১ ও ৬-৪ গেমের দাপুটে জয় পেলেন ১৮ বছর বয়সী কিশোরী।প্রথম বাছাই হিসেবে গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে উঠলেন রাদুকানো। নারী এককে প্রথম ব্রিটিশ হিসেবে ৪৪ বছর পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তিনি।মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম খেলছেন রাদুকানো। এই বছরের উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে অভিষেক হয় ব্রিটিশ কন্যার।