Conference: যুক্তরাষ্ট্র ও বিশ্বের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হিন্দুত্ববাদ নিয়ে যুক্তরাষ্ট্রে কনফারেন্স শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। এই প্রথম যুক্তরাষ্ট্র ও বিশ্বের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হিন্দুত্ববাদ নিয়ে যুক্তরাষ্ট্রে একটি কনফারেন্স শুরু হচ্ছে স্থানীয় সময় শুক্রবার। কিন্তু খুনের হুমকি ও বিদ্বেষমূলক মন্তব্য পেয়ে এতে যোগ দিচ্ছেন না অনেকেই। ভারত ও যুক্তরাষ্ট্রের চরমপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এর নেপথ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।

‘ডিসম্যান্টলিং গ্লোবাল হিন্দুত্ব’ শীর্ষক ওই কনফারেন্সের আয়োজক হার্ভার্ড, স্ট্যানফোর্ড, প্রিন্সটন, কলম্বিয়া, বার্কলে, শিকাগো, পেনসিলভানিয়া, রাটগার্সের মতো বিশ্ববিদ্যালয়গুলো।আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠানটিকে ‘হিন্দু-বিরোধী’ তকমা দিয়ে সেটি বাতিলের জন্য তাদের ওপরে ব্যাপক চাপ তৈরি করা হয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের কাছে ১০ লাখের বেশি ই-মেইল পাঠানো হয়েছে। এর মধ্যে নিউ জার্সির একটি বিশ্ববিদ্যালয় কয়েক মিনিটে পেয়েছে ৩০ হাজার ই-মেইল।

অন্যতম বক্তা মীনা কান্দাসামিকে তার ছেলের ছবিসহ হুমকি দিয়ে বলা হয়েছে, ‘আপনার ছেলের যন্ত্রণাদায়ক মৃত্যু হবে।’পরিবারের ক্ষতি করার হুমকির পাশাপাশি রয়েছে নারীবিদ্বেষী ও জাতিবিদ্বেষী আক্রমণ। রয়েছে খুন ও যৌন নৃশংসতার হুমকিও। ভাষাও ততোধিক কুৎসিত। এই অবস্থায় ভারতে ফিরলেই তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে ভয় পাচ্ছেন অনেক বক্তা।

বিবৃতিতে আয়োজকরা বলেছেন, ‘আমদের আশঙ্কা, এসব মিথ্যাকে কাজে লাগিয়ে বক্তাদের আটক করা হতে পারে। তাদের শারীরিক ক্ষতি এমনকি খুনও করা হতে পারে। এ কারণে গত দু-তিন দিনে বেশ কয়েকজন অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?