অনলাইন ডেস্ক, ৯ সেপ্টেম্বর।। আফগানিস্তানকে ২০ কোটি ইউয়ান তথা ২৬৩ কোটি ৭৬ লক্ষাধিক টাকা মূল্যমানের জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এই মূল্যের খাদ্যসামগ্রী ও কোভিড-১৯ টিকা পাবে আফগানিস্তান। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বুধবার এক বৈঠক করার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি তালেবান সরকারের জন্য এই সহায়তার ঘোষণা দেন।
বৈঠকে এসব দেশকেও আফগানিস্তানের পুনর্গঠনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি চীন আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ টিকা দেবে বলেও জানান।যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ব্যাপারেও কঠোর সমালোচনা করে চীন বলেছে, মার্কিন সৈন্যরা আফগানিস্তানে ‘ধ্বংসযজ্ঞ’ চালিয়ে গেছে।
চীনের এক রাষ্ট্রীয় কর্মকর্তা বলেন, আমেরিকা আক্রমণের প্রথম দিন থেকে সেনা প্রত্যাহারের শেষ মুহূর্ত পর্যন্ত আফগান জনগণের মারাত্মক ক্ষতি করে গেছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘বিগত ২০ বছরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যা করেছে, তা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে, অযাচিত সামরিক আগ্রাসন এবং নিজের মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টার পরিণতি কী হতে পারে’।
তালেবানরা নতুন সরকার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই চীন তাদের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানায়। চীন জানায়, আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল।