Termination: সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের দাবিতে ব্রাজিলে মিছিল

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের দাবিতে ব্রাজিলের উগ্র-ডানপন্থী প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর লাখো সমর্থক মিছিল করেছে মঙ্গলবার। তাদের উদ্দেশে ক্ষমতা থেকে না সরার ঘোষণা দেন বিতর্কিত প্রেসিডেন্ট।

আল জাজিরা জানায়, দুটি পৃথক সমাবেশে আদালতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বলসোনারো। যা নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে সাম্প্রতিক মাসে চলমান সংকটকে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সাও পাওলোয় মঙ্গলবার বিকেলের এক জনসভায় প্রায় ১ লাখ ১৪ হাজার সমর্থক হাজির হয়। সেখানে বলসোনারো বলেন, ‘একমাত্র ঈশ্বরই আমাকে ব্রাসিলিয়া থেকে সরাতে পারে। ”

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ সব বিক্ষোভ থেকে আদালত ও বিচারপতিদের প্রতি প্রকাশ্যে হুমকি দেয় প্রেসিডেন্টের সমর্থকেরা।

ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর বলসোনারো ও তার মিত্রদের কথিত আক্রমণের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

ক্রমবর্ধমান কেলেঙ্কারি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, উচ্চ বেকারত্ব, করোনা মোকাবিলায় চূড়ান্ত গাফিলতি ও উচ্চ মৃত্যুহারের কারণে বলসোনারো দেশ-বিদেশে সমালোচিত।

আগামী বছরের অক্টোবরে ব্রাজিলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনমত জরিপে দেখা যায়, বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভা যদি নির্বাচনে অংশ নেন তবে বিপুল ব্যবধানে হেরে যাবেন বলসোনারো।

এরই মধ্যে কোনো প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম প্রতারণার জন্য ঝুঁকিপূর্ণ। এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিচারিক ও অন্যান্য বিশেষজ্ঞরা। সমালোচকেরা বলছেন, এমন মন্তব্য বলসোনারোর নির্বাচন নিয়ে পরিকল্পনার অংশ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?