Portugal Vs Azerbaijan: বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে খুব সহজেই হারাল পর্তুগাল

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে খুব সহজেই হারাল পর্তুগাল। সুবাদে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেল দলটি।মঙ্গলবার বাকু অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় পর্তুগাল।

ম্যানচেস্টার সিটি তারকা বার্নার্দো সিলভা ২৬ মিনিটে এগিয়ে দেন পর্তুগালকে। ৫ মিনিট পর আন্দ্রে সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে দিয়েগো জোতা গোল করলে ৩-০ তে এগিয়ে যায় ক্রিস্তিয়ানো রোনালদোহীন পর্তুগাল।

এ মাসের শুরুতে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল। ওই ম্যাচে হলুদ কার্ড দেখে ক্রিস্তিয়ানো রোনালদো এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় দল থেকে তাকে ছেড়ে দেন কোচ। এরপর প্রীতি ম্যাচে তারা কাতারকে হারায় ৩-১ গোলে।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সার্বিয়া।এদিন রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারাতে পারলে পর্তুগালের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করবে সার্বিয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?