অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। গোল করায় কাজ আর্লিং ব্রট হালান্দের। গোলপোস্টের কাছাকাছি বল পেলে নরওয়েজীয় স্ট্রাইকার কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা জানে প্রতিপক্ষ।অবশ্য মাঠে নামলে হ্যাটট্রিক করতেই ভালোবাসেন হালান্দ। ইতিমধ্যে ‘হ্যাটট্রিক ম্যান’ নামও পেয়ে গেছেন ২১ বছর বয়সী তারকা।
চলতি মৌসুমেও হালান্দের বিস্ময়কর গোল স্কোরিং থেমে নেই। এবার তার হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে জিব্রাল্টারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে।গোলের খাতাটা খোলেন ক্রিস্টিয়ান টোর্সভেট। এরপর তার পাস থেকে নরওয়ের ব্যবধান দ্বিগুণ করেন হালান্দ। ৩৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার। তবে বিরতিতে যাওয়ার আগে জিব্রাল্টারের হয়ে একটি গোল শোধ করেন রিস স্টাইসি।
দ্বিতীয়ার্ধে নরওয়ের ব্যবধানটা বাড়িয়ে দেন আলেক্সান্দার সোরলোথ। অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক পূরণ করেন হালান্দ। ডর্টমুন্ড তারকার এটি দ্বিতীয় আন্তর্জাতিক হ্যাটট্রিক।
চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৮ ম্যাচ খেলে ১১ গোল করলেন হালান্দ। তার মধ্যে দুটি হ্যাটট্রিক। যার একটি এসেছে মৌসুমে নিজের প্রথম ম্যাচে জার্মান কাপে ভেহেন ভিসবাডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে। এবার আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের হয়ে সবশেষ তিন ম্যাচে পাঁচ গোল করলেন হালান্দ।