অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। অবশেষে জয়ের পথে ফিরল ফ্রান্স। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে ফিনল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।বাছাইপর্বের গত দুই ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে পিছিয়ে পড়ে গ্রিজম্যানের গোলে হার এড়ায় দিদিয়ের দেশমের দল। পরের ম্যাচে ইউক্রেনের বিপক্ষেও পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করে ফরাসিরা।
ঘরের মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জয় নিয়েও তাদের সন্দেহ করতে হয়নি। করিম বেনজেমার পাস থেকে ২৫তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজম্যান।
বিরতি থেকে ফিরে আবারও গোলের দেখা পান সদ্য বার্সেলোনা থেকে ফের ধারে অ্যাতলেতিকো মাদ্রিদে ফেরা ফরোয়ার্ড। ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গ্রিজম্যান।মাদ্রিদে ফিরে ক্লাবের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সী তারকা। তবে দেশের হয়ে ইতিমধ্যে তিন ম্যাচ খেলে তিন গোল করলেন গ্রিজম্যান।
সেই সঙ্গে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। বসলেন কিংবদন্তি মিশেল প্লাতিনির বসে। দুজনের গোলসংখ্যা ৪১। ৪৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অলিভিয়ের জিরু। ৫১ গোল নিয়ে শীর্ষে থিয়েরি অঁরি।বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। যা দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের চেয়ে ৭ পয়েন্ট বেশি।