অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কারণে মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের এক হাসপাতালের ১৭ জন রোগী মারা গেছেন। দেশটির কর্মকর্তাদের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
তারা জানিয়েছেন, নদীর পাড় ভেঙে পানি ঢুকে পড়ায় তুলা শহরের হাসপাতালটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, মৃতদের মধ্যে বেশ কয়েকজন কভিড-১৯ আক্রান্ত রোগী ছিলেন।
যারা অক্সিজেন থেরাপি নিচ্ছিলেন। উদ্ধারকর্মীরা হাসপাতালটি থেকে ৪০ রোগীকে উদ্ধার করেছে। এদিকে, রাজ্যের গভর্নর ওমর ফায়াদকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়।
তবে তিনি পরে টুইট করে জানান, তিনি ‘নিরাপদ ও ভালো’ আছেন। রাজ্য কর্তৃপক্ষ বন্যা কবলিত এলাকায় জরুরি সেবা ও সহযোগিতা চলমান রাখবেন বলেও জানান তিনি।