অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। বাবা দিবসে সন্তানদের দেখতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। করোনা মহামারি ঠেকাতে দেশের সর্বত্র লকডাউন জারি রয়েছে অস্ট্রেলিয়ায়। প্রধানমন্ত্রীর পরিবারও রয়েছে পৃথক অবস্থায়।
কিন্তু বাবা দিবসে একজন বাবা হয়ে সন্তানদের থেকে দূরে থাকতে পারেননি মরিসন। সন্তানদের দেখতে এক প্রাইভেট জেটে করে ক্যানবেরা থেকে সিডনিতে উড়াল দেন তিনি।
তবে পিতৃত্বের দায় থাকলেও বিষয়টি ভালো চোখে নেয়নি দেশটির অনেক নাগরিক। করোনার সময় নিজে নিয়ম ভঙ্গ করায় সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মরিসন জানান, সপ্তাহান্তে প্রাইভেট জেটে করে তাকে ক্যানবেরা থেকে সিডনি যেতে ছাড় দেওয়া হয়েছিল।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ‘অপরিহার্য কর্মী’ হিসেবে অনন্য ভূমিকার জন্য তারা প্রধানমন্ত্রীর সফর অনুমোদন দিয়েছিল।
তবে সমালোচকেরা জানিয়েছে, প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ দ্বিমুখী উদাহরণ। বিরোধী দল লেবার পার্টি বিষয়টিকে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ বলে মরিসনের প্রতি অভিযোগ তুলেছেন।
সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে ডেলটা ভেরিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে অর্ধেকেরও বেশি অস্ট্রেলিয়ান লকডাউনে রয়েছেন। বন্ধ রয়েছে অনেক রাজ্যের সীমান্ত।