অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল যত দেরিতে ঘোষণা করা যায়, সেদিকেই নজর ইংল্যান্ডের। কারণে বেন স্টোকসের জন্য অপেক্ষা।মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত সমস্যার কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি বেন স্টোকস। বিশ্রাম নিয়েছিলেন। শোনা যাচ্ছে, তিনি নাকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবেন না।
ইংল্যান্ড দলের কোচ ক্রিস সিলভারউড অবশ্য বলে দিয়েছেন, বেন স্টোকসের সব কিছু ঠিক হতে যতটা সময় দরকার, নিতে পারেন। কারণ সবকিছুর আগে মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ড কোচ বলেছেন, ‘আমরা যতটা সম্ভব দেরি করে এই তালিকা (টি-টোয়েন্টি বিশ্বকাপ দল) জমা দিচ্ছি, যাতে সেরা দলটা করতে পারি। বেনের যা কিছু সাহায্য প্রয়োজন, সেটা আমাদের থেকে ও পাবে।’
তিনি আরো বলেছেন, ‘আমি এখনো পর্যন্ত ওর সঙ্গে কথা বলিনি। কারণ যতটা সম্ভব ওকে আমি নিজের মতো করে সময় কাটাতে দিতে চাই। কিন্তু আমার বাইরেও কিছু লোক ওর সঙ্গে কথা বলছে। তবে এটা এমন একটা বিষয় যে, এই নিয়ে আমি আর কিছু দিন পর ওর সঙ্গে কথা বলব।’
সিলভারউড আরো বলেছেন, ‘কিন্তু আমি ওর উপর চাপ দিতে চাই না। কোনো কিছুর জন্য ওকে তাড়াহুড়ো করতে বলব না, এবং যা কিছু সাহায্য ওর প্রয়োজন সেটা ওকে করা হবে। ওকে নিয়েই আমার প্রথম এবং একমাত্র উদ্বেগ রয়েছে। এবং ও যাতে ঠিক থাকে, সেটা নিশ্চিত করাই আসল।’সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর।