Dead: জাকার্তার উপকণ্ঠের একটি কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন বন্দী মারা গেছে

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠের একটি কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন বন্দী মারা গেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার ভোরে টেঙারাং জেলে এ ঘটনা ঘটে, তখন বেশির ভাগ কয়েদি ঘুমিয়ে ছিলেন।

কারাগারে সি ব্লক আগুনে আক্রান্ত হয়। এই ব্লকে ১২২টি কয়েদির বসবাস। সব মিলিয়ে ২ হাজারের বেশি বন্দী থাকলেও এ কারাগারের ধারণক্ষমতা ৬০০ জন।

অগ্নিকাণ্ডে বিপর্যস্ত এ ব্লকে মাদক সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের রাখা হয়।এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে, তাদের অনেককে আইসিইউতে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে। তবে ইন্দোনেশিয়ার সংশোধনমূলক প্রতিষ্ঠানের মুখপাত্র বলছেন, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?