অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। তালেবান ঘোষিত নতুন আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ঘোষণা দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার বলেছেন, আফগানিস্তানের নতুন সরকার ও নেতার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চীন প্রস্তুত আছে।
বুধবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে ওয়াং এই মন্তব্য করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, চীন নতুন আফগান সরকারকে স্বীকৃতি দেবে কিনা, তালেবানরা মঙ্গলবার যা ঘোষণা করেছে।
ওয়াং বলেন, চীন আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে।