অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। লিওঁ ছেড়ে বার্সেলোনায় আসার পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন মেমফিস ডিপাই। এবার তিনি দেখা পেলেন প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকের।ডিপাইয়ের হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপে তুরস্ককে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। টার্কিশরা দ্বিতীয়ার্ধে লড়েছে দশজন নিয়ে।
ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যায় ডাচরা। ডিপাইয়ের পাসে তুরস্কের জাল খুঁজে নেন ডেভি ক্লাসেন। এরপরই ২৭ বছর বয়সী বার্সা ফরোয়ার্ডের ঝড় শুরু।পানেনকা শটে নিজের প্রথম গোল করেন ডিপাই। দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। বিরতিতে যাওয়ার আগে দশজনের দল হয়ে পড়ে তুরস্ক। ৪৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের লেস্টার সিটি ডিফেন্ডার কাগলার সয়োনচু।
সুযোগটি কাজে লাগায় ডাচরা। ঘরের মাঠ আমস্টারডাম অ্যারেনায় দ্বিতীয়ার্ধে দলের চতুর্থ গোলটি করে হ্যাটট্রিক উদ্যাপনে মেতে ওঠেন ডিপাই। ডাচদের পরের গোলটি গুস টিল এবং ষষ্ঠ গোলটি করেন ডনিল মালেন। অতিরিক্ত সময়ে তুরস্কের হয়ে একটি গোল শোধ করেন চেঙ্গিজ আন্ডার।
হ্যাটট্রিক করে ডাচদের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দশম স্থানে উঠে এসেছেন ডিপাই। ৩৩ গোল করে বসলেন ইয়োহান ক্রুইফ ও আবে লেন্সট্রার পাশে। তিনজনের গোল সংখ্যা ৩৩।বার্সা স্ট্রাইকার দেশের হয়ে সবশেষ ১০ ম্যাচে ১২ গোল করেছেন। আগের ম্যাচে মন্টেনিগ্রোর বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। করেন জোড়া গোল।
বাছাইয়ে চতুর্থ জয় পেল নেদারল্যান্ডস। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নরওয়ে। ৬ ম্যাচে ১৬ গোল করেছে ডাচরা।