অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর।। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী রুশ টিকা স্পুৎনিক-ভি দেশেই উৎপাদনের জন্য চুক্তিতে পৌঁছেছে পেরুর সরকার। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাসতিলো সোমবার এ খবর জানান। খবর: বাসস।
এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি পেরু ও রাশিয়ার মধ্যে আলোচনা শেষে দেশেই স্পুৎনিক-ভি তৈরির জন্য কারখানা তৈরির বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।
’ তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
লাতিন আমেরিকার দেশ পেরু করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। সংক্রমণ বিবেচনায় মৃত্যুহারে দেশটি বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।
পেরুতে ২১ লাখ সাড়ে ৫৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ৫২৩ জন।