Mexico: মেক্সিকোর সীমান্ত এজেন্ট ও পুলিশ অভিবাসীর একটি কাফেলা ছত্রভঙ্গ করে দিয়েছে

অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর।। মেক্সিকোর সীমান্ত এজেন্ট ও পুলিশ রবিবার শত শত অভিবাসীর একটি কাফেলা ছত্রভঙ্গ করে দিয়েছে। দেশটির সবচেয়ে দক্ষিণের অঞ্চল থেকে তারা আসছিল। সাম্প্রতিক দিনগুলোতে এটা ছিল এ ধরনের কাফেলায় কর্মকর্তাদের চতুর্থ অভিযান।

ভয়েস অব আমেরিকা জানায়, প্রায় ৮০০ জনের এই দলের বেশির ভাগই ছিল মধ্য আমেরিকা, হাইতি, ভেনেজুয়েলা ও কিউবার নাগরিক। তাদের সীমান্ত শহর তপাচুলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে হুইক্সটলার কাছে একটি বাস্কেটবল কোর্টে রাতে রাখা হয়।

মেক্সিকোর অভিবাসন কর্মকর্তাদের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেখানে তাদের অপেক্ষায় রাখা হয়েছিল। কিন্তু পুলিশ সমর্থিত এজেন্টরা ভোরের কিছুক্ষণ আগে দাঙ্গাবিরোধী সরঞ্জাম নিয়ে ভিড়ের মধ্যে চলে যায় এবং অনেককে ট্রাকের মধ্যে ঠেলে উঠিয়ে দেয়।

শত শত অভিবাসী নদীর দিকে পালিয়ে যায় এবং গাছপালার মধ্যে লুকিয়ে পড়ে। একজন নারী কাঁদতে কাঁদতে বলছিলেন, তারা আমার সারা শরীরে আঘাত করতে শুরু করে। অভিযোগ করেন, পুলিশ তার স্বামীকেও মারধর করেছে এবং তার একটি মেয়েকে হাত থেকে টেনে নিয়ে যায়।

অ্যাসোসিয়েটেড প্রেসের ক্যামেরা ক্রুকে তিনি বলছিলেন, তারা আমার মেয়েকে না দেওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। কিন্তু অভিবাসন এজেন্ট ওই মহিলা, তার স্বামী ও অন্য শিশুকে আটক করে।

অভিবাসন প্রক্রিয়াকরণের ধীর গতি এবং তপাচুলার খারাপ অবস্থার কারণে গত সপ্তাহে উত্তরের দিকে যাওয়া অন্তত চারটি কাফেলা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

মেক্সিকো সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর, দক্ষিণ এবং নিজের সীমান্তের মধ্যে অভিবাসন চাপের মুখোমুখি হয়েছে। এর কারণ হলো— মেক্সিকোর দক্ষিণ সীমান্ত অতিক্রম করে হাজার হাজার অভিবাসীর প্রবেশ, উত্তর দিক থেকে আরও হাজার হাজার মানুষকে যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানো এবং যুক্তরাষ্ট্রের একটি আদালত আশ্রয় প্রার্থীদের মেক্সিকোতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার নীতি নবায়ন করার জন্য বাইডেন প্রশাসনকে আদেশ দিয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?