Violating: তিনজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত বিধিমালা ভঙ্গের অভিযোগ

অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শুরু হওয়ার পরে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা তিনজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত বিধিমালা ভঙ্গের অভিযোগ তুলে ম্যাচ বাতিল করে দিয়েছেন।করিন্থিয়াস অ্যারেনা স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের এই ম্যাচটি শুরু হওয়ার পর কর্মকর্তারা মাঠে ঢোকেন খেলা বন্ধ করতে, এবং এরপর সফরকারী দল আর্জেন্টিনা মাঠ ত্যাগ করে।

আর্জেন্টিনার চারজন ফুটবলার যারা ইংলিশ লীগে খেলেন, তাদের কোয়ারেন্টিন করতে বলেছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টা পরেই এমন নাটকীয় পরিস্থিতি হয় মাঠে।ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অবশ্য ফুটবলার চারজনের নাম জানায়নি। তবে এমিলিয়ানো বুয়েনদিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি ল সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরো ইংলিশ প্রিমিয়ার লীগে খেলছেন।মার্টিনেজ, ল সেলসো ও রোমেরো সাও পাওলোতে আয়োজিত এই ম্যাচটিতে আর্জেন্টাইন একাদশে ছিলেন।এই ম্যাচটি পুনরায় কবে হতে পারে, তা এখনও নিশ্চিত নয়। ১০ই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ নিজেদের দেশেই।

আর্জেন্টিনার ফুটবলাররা তাদের পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে।বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা খেলা বাতিল হওয়ার কথা নিশ্চিত করেছে এবং বলেছে যে ‘নিয়ম মেনে’ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।খেলা বন্ধ হওয়ার এক ঘণ্টা পরে ব্রাজিলের ফুটবলাররা আকস্মিকভাবে অনুশীলন শুরু করে মাঠে।

দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবলের বিবৃতি থেকে জানা গেছে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ফিফা আয়োজিত ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি স্থগিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, “ফিফার শৃ্ঙ্খলা কমিটির কাছে ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার একটি প্রতিবেদন পেশ করবে, সেটা থেকে নির্ণয় করা হবে সামনের পদক্ষেপ। পুরো প্রক্রিয়া বর্তমান নিয়মনীতি মেনেই চলবে”।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?