নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার চালিয়ে এডিসি ভিলেজের বেতাগা নাথুরাম পাড়ায় মনু নদীর উপরে তৈরি করা বৃষ্টি জলের তলায় ডুবে গিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে ব্রিজটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাম আমলের নির্মিত ব্রীজ জলের তোড়ে ভেসে গেছে।
সাব্রুম মহকুমার চালিতাছড়ি এডিসি ভিলেজের বেতাগা নাথুরাম পাড়া থেকে থাইবুং যাওয়ার পথে মনু নদীর উপরে বাম আমলে তৈরী হওয়া ব্রীজটি গতকাল রাতে প্রচন্ড বৃষ্টিতে জলের স্রোতে ভেঙ্গে নদীর জলে তলিয়ে যায়। ব্রীজটি আজ থেকে ৬-৭ বছর আগে বাম জমানায় তৈরী হয়েছিল। এলাকাবাসীদের অভিযোগ কাজের গুণগত মান খারাপ হওয়ার কারনে সামন্য জলের স্রোতে ব্রীজটি ভেঙ্গে গেছে। অপেক্ষাকৃত নিম্নমানের সামগ্রী ও রড দিয়ে বৃষ্টি তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
যে রাস্তাটি তৈরি করা হয়েছিল তাও অর্ধসমাপ্ত রেখে বাম মার্গীয় ঠিকেদার পগাড়পার। এলাকাবাসীরা এই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসনের কাছে দাবী রেখেছেন ব্রীজটি ভেঙ্গে পড়ার সুষ্ঠ তদন্ত করে ঠিকেদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য । এলাকাবাসীর যাতায়াতের জন্য ব্রীজটি পুনরায় নির্মান করে দেওয়ার জন্য এলাকাবাসী তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।।