অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। রবি ও সোমবার- পর পর দুই দফায় করানো আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে শাস্ত্রীর।
শাস্ত্রীর সঙ্গে ভরত অরুণ ও আর শ্রীধরের আরটি-পিসিআর টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। ফলে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে তিনজনকেই।
রবিবার ওভাল টেস্টের চতুর্থ দিন বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, শাস্ত্রীর ল্যাটারাল ফ্লো পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার পরই শাস্ত্রীসহ আরও তিন ভারতীয় সাপোর্ট স্টাফকে আইসোলেশেনে পাঠিয়ে দিয়েছিল বিসিসিআইয়ের মেডিকেল টিম।১০ সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারে শুরু হবে চলতি সিরিজের শেষ টেস্ট ম্যাচ।