স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ৪ সেপ্টেম্বর।। কল্যাণপুরের উপজাতি মহল্লায় এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য৷ ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা তল্লাশিতে হাত বাড়ালেও খবর লেখা অবধি নিখোঁজ যুবকের কোন হদিশ পাওয়া যায়নি৷ গতকাল বিকেলে বাড়ি লাগুয়া জঙ্গলে গরু আনতে গিয়েই নিখোঁজ হয় মেবার দেববর্মা (২৪)৷
পিতা-সাবেন্দ্র দেববর্মা৷ বাড়ি-কল্যাণপুর থানা এলাকার আখড়াবাড়ি এডিসি ভিলেজের কালীকৃষ্ণ পাড়ায়৷ ঘটনার পর থেকেই পরিজন সহ স্থানীয় এলাকাবাসী দীর্ঘসময় ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও নিখোঁজ হয়ে যাওয়া মেবারের কোন সন্ধান মেলেনি৷
শেষ পর্যন্ত দ্বারস্থ হয় কল্যাণপুর থানার৷ পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷ খবর পাওয়ার সাথে সাথেই কল্যাণপুর থানার পুলিশ নিখোঁজ মেবারকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালাচ্ছে৷ সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ও উৎকণ্ঠা বিরাজ করছে৷
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও মেবার দেববর্মা এবং তার বউদি রেশমি দেববর্মা বাড়ি লাগোয়া পার্শ্ববর্তী জঙ্গল থেকে গৃহপালিত গরু আনতে যায়৷ কিন্তু হঠাৎ করে জঙ্গলে কিছু একটা দেখে বউদি ভূত ভূত বলে চিৎকার করলে এলোপাতাড়ি দৌড়াতে থাকে দু’জনেই৷ পরবর্তী সময়ে মহিলা বাড়িতে ফিরে আসলেও দেবরকে খুঁজে পাওয়া যায়নি৷
গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোন হদিস মেলেনি৷ স্বাভাবিক কারণেই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ দেবর-বউদি একসাথে গরু আনতে গিয়ে বউদি বাড়িতে ফিরে আসলেও দেবরের নিখোঁজ হয়ে যাওয়া এবং দীর্ঘসময় চিরুনি তল্লাশি চালিয়েও হদিস না মেলায় নানাবিধ প্রশ্ণ দেখা দিয়েছে৷
সাধারণ মানুষের বক্তব্য রহস্যজনক এই ঘটনার পেছনে অন্যকোন রহস্য নেই তো? সবাই চাইছেন অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে আসুক উঠতি বয়সের যুবক মেবার দেববর্মা৷ এখন দেখার স্থানীয় থানার পুলিশ এ ব্যাপারে কতটুকু সদর্থক ভূমিকা পালন করতে পারে৷