India: ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ভারত

অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর।। রোহিত শর্মার সেঞ্চুরিতে ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ভারত।

শনিবার দেশের বাইরে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া রোহিত শেষ পর্যন্ত ১২৭ রানের ইনিংস খেলেছেন। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করেছে। এখন পর্যন্ত ১৭১ রানের লিড পেয়েছে সফরকারীরা।

বিরাট কোহলি ২২ ও রবীন্দ্র জাদেজা ৯ রান নিয়ে রবিবার নতুন দিন শুরু করবেন। প্রথম ইনিংসে ভারতের ১৯১ রানের বিপরীতে ইংল্যান্ড করেছিল ২৯০ রান।

এদিন বিনা উইকেটে ৪৩ রান নিয়ে দিন শুরু করে ভারত। লোকেশ রাহুলকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮৩ রান যোগ করেন রোহিত। রাহুল ৪৬ রানে ফিরে যাওয়ার পর চেতেশ্বর পূজারার সঙ্গে ১৫৩ রান যোগ করেন রোহিত।

পূজারা খেলেন ৬১ রানের ইনিংস। রোহিতের পর একই ওভারে পূজারাকেও তুলে নেন অলি রবিনসন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?