Victory: পাঞ্জশির বিজয়ের খবরে তালেবানের উল্লাসে কাবুলে অন্তত ১৭ জন নিহত এবং আরো ৪১ জন আহত

অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। পাঞ্জশির বিজয়ের খবরে তালেবানের উল্লাসে কাবুলে অন্তত ১৭ জন নিহত এবং আরো ৪১ জন আহত হয়েছেন। আফগানিস্তানের টোলো নিউজের খবরে বলা হয়েছে, শহরব্যাপী আকাশে গুলিবর্ষণের ফলে নিহত ১৭ জনের মৃতদেহ এবং ৪১ জন আহত ব্যক্তিকে কাবুলের জরুরি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, পাঞ্জশির প্রদেশ তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে এমন খবর পাওয়ার পর শুক্রবার রাতে তালেবান যোদ্ধারা তাদের বন্দুক থেকে গুলি ছুঁড়ে উল্লাস করেছিল।

টোলো নিউজের খবরে আরো বলা হয়, পাঞ্জশির উপত্যকার পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদনের মধ্যেই কাবুলে “বিজয় উদযাপনমূলক গোলাগুলি” শোনা গেছে। পাঞ্জশিরে তালেবান যোদ্ধারা আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশটির জন্য মাসুদ বাহিনীর সাথে লড়াই করছে।

কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জশিরে গত কয়েকদিন ধরে চলা লড়াইয়ে উভয় পক্ষের ৩০০-রও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছে।গতকাল তালেবানরা দাবি করেছে যে, প্রদেশটির পতন ঘটেছে। তবে পাঞ্জশিরের নর্দার্ন রেজিস্টেন্স ফ্রন্ট তালেবানদের দাবি অস্বীকার করেছে।

বিদ্রোহীদের নেতৃত্বদানকারী আহমদ মাসুদ বলেন, “পাকিস্তানি গণমাধ্যমে তালেবানের পাঞ্জশির বিজয়ের যে খবর প্রচারিত হচ্ছে তা মিথ্যা”।
শুক্রবার রাতে তালেবানবিরোধীদের শেষ ঘাঁটি পাঞ্জশির প্রদেশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তালেবান। এ খবরে কাবুলের বিভিন্ন স্থানে ‘আকাশের দিকে’ গুলি ছুড়ে বিজয়োল্লাস করে সংগঠনটির যোদ্ধারা। এর পরপরই শহরের হাসপাতালগুলোতে দলে দলে গুলিবিদ্ধ মানুষ আসতে শুরু করেন।

শুক্রবার রাতেই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সে করে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।হাসপাতালগুলো জানিয়েছে, তাদের কাছে এ পর্যন্ত আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া মরদেহ এসেছে ১৭টি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?