অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে থামতে হলো নাওমি ওসাকাকে। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন জাপানি কন্যা।
মেয়েদের এককে কানাডিয়ান কিশোরীর লেইলাহ ফার্নান্দেজের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে ওসাকা। ১৮ বছর বয়সী ফার্নান্দেজের বিপক্ষে ২৩ বছর বয়স চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক হেরেছেন ৫-৭, ৭-৬ (৭-২) ও ৬-৪ গেমে।
ক্যারিয়ারে এখন পর্যন্ত দু’বার ইউএস ওপেন জিতেছেন ওসাকা। তার শেষটি ২০২০ সালে। এবার তিনি নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়াম থেকে বিদায় নিলেন তৃতীয় রাউন্ড থেকে।অন্যদিকে ফার্নান্দেজ চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন আরেক গ্র্যান্ড স্ল্যাম জয়ী অ্যাঞ্জেলিক কেরবারের।