অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ শনিবার পাকিস্তানি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছেন।তালেবানদের নতুন সরকার ঘোষণার আগে কাবুলে গেলেন পাকিস্তানের এই গোয়েন্দা প্রধান। ওদিকে পাঞ্জশির উপত্যকায় বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয় চলছে তালেবানের।বার্তা স্ংস্থা এএনআই পাকিস্তানের সাংবাদিক হামজা আজহার সালামের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, দুই দেশের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য তালেবানদের আমন্ত্রণেই ফয়েজ হামিদ আফগানিস্তান সফর করছেন।
পাকিস্তান এবং তার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তালেবানকে সহায়তা করার অভিযোগ রয়েছে।বিশেষজ্ঞদের ধারণা, আগের আফগান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ এবং আফগানিস্তানে তালেবানকে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান।
সম্প্রতি জাতিসংঘের একটি পর্যবেক্ষণ প্রতিবেদনেও বলা হয়েছে, আল-কায়েদার নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশ আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত অঞ্চলে বসবাস করে।জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইএল-কে এবং আল-কায়েদার প্রায় সব বিদেশী সদস্য পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে এবং তালেবানদের সঙ্গে এই সংগঠনের নেতারা পাকিস্তানে বসবাস করছে।