অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। দারিদ্র্য বিমোচনে উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনকে ‘রোল মডেল’ অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘দারিদ্র্য বিমোচনে উন্নয়নশীল দেশগুলোর জন্য চীন একটি রোল মডেল। চীনের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি গত চার দশকে ৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে।’
জলবায়ু নিয়েও চীনের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চীনের নেতৃত্ব এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি ‘সমৃদ্ধ, পরিবেশবান্ধব ও সুন্দর পৃথিবীর’ ভিশন প্রশংসার যোগ্য।
ইমরান খান বলেন, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের বিষয়টি তার সরকারেরও অগ্রাধিকারে রয়েছে।