স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। রাজ্যে সেপ্টেম্বর মাস থেকে গণ বণ্টন ব্যবস্থায় পুনরায় ডাল সরবরাহ করা হবে। রাজ্য সরকার বাজার দরের কম দামে পুনরায় রেশনের মাধ্যমে ডাল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
ই-টেন্ডারিংয়ের মাধ্যমে খোলা বাজার থেকে ডাল সংগ্রহ করে এই ডাল বিতরণ করা হবে। সেপ্টেম্বর মাস থেকেই রেশন দোকান থেকে এই ডাল সরবরাহ শুরু হবে।
আগস্ট মাসের ডালও সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। সেপ্টেম্বরে দুই মাসের ডাল পাওয়া যাবে। এই কর্মসূচিতে সরকারের ভর্তুকি মূল্যের ২৫ টাকা বাদ দিয়ে প্রতিটি এনএফ এসএ পরিবারকে প্রতি কেজি ৫৯ টাকা দরে ডাল দেওয়া হবে।
এপিএল পরিবারদের ক্ষেত্রে এই মূল্য হবে ৮৪ টাকা প্রতি কেজি৷ সব ধরনের রেশন কার্ডেই মাসে ১ কেজি ডাল পাওয়া যাবে। খাদ্য, জনসংভরণ ও ভোক্তা সুরক্ষা দপ্তর থেকে এ সংবাদ জানানো হয়েছে।