Corona: ২০১৯ সালের ডিসেম্বরে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত সাড়ে ৪৫ লাখের বেশি

অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনার দাপট খুব একটা কমেনি। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। শিগগিরই করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা করছে কোনো কোনো দেশ।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত সাড়ে ৪৫ লাখের বেশি। যদিও কোনো কোনো হিসাবে এ সংখ্যা আরও বেশি।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২২ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৯৬৩ জন মানুষ। মারা গেছে ৪৫ লাখ ৬৭ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৪২ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৭ লাখ ৩ হাজার ৬৭৪ জন। মারা গেছে ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন।৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৪০ হাজার ২৫৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৮২ হাজার ৭৫৩ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬৯ লাখ ৭৫ হাজার ১৭৪ জন ও মারা গেছে ১ লাখ ৮৫ হাজার ৬১১ জন।তালিকার পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মোট ৬৯ লাখ ৪ হাজার ৯৬৯ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ৪১ জন।

এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে জানানো হয়, দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৭০ জন মারা গেছেন; যা ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে দেশে মোট মারা গেছে ২৬ হাজার ৪৩২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন। আর মোট ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?