অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। বার্সেলোনা থেকে ধারে বেসিকতাসে যোগ দিয়েছেন মিরালেম পিয়ানিচ। স্পেন ছেড়ে তুরস্কে গিয়েই ক্যাম্প ন্যুর কোচ রোনাল্ড ক্যোমানের ওপর রাগ ঝাড়লেন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মিডফিল্ডার।
বার্সায় থাকতে ডাচ কোচের কাছে যেমন আচরণের শিকার হয়েছিলেন, তা নিয়ে মুখ খুললেন পিয়ানিচ। আন্তর্জাতিক ছুটিতে থাকার সময় স্প্যানিশ ক্রীড়া মাধ্যমকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ৩১ বছর বয়সী তারকা। সেখানেই উঠে এলো কোম্যানের সঙ্গে তার সম্পর্কের তিক্ততার বিষয়টি।
সাক্ষাৎকারে পিয়ানিচকে জিজ্ঞেস করা হয়েছিল, বার্সায় তিনি অসম্মানিত হয়েছেন কিনা। উত্তরে জুভেন্টাসের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘হ্যাঁ, কোচ করেছেন। গত বছর আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, তাতে মানিয়ে নিতে পারিনি। আমি জানতাম, তেমনটা আমি চাইনি। আমি একজন খেলোয়াড়। আমি ফুটবল খেলতে ভালোবাসি। এটাই আমাকে আনন্দ দেয়।’
পিয়ানিচ আরও বলেন, ‘আমি সবসময় বার্সার হয়ে খেলতে চেয়েছি। তবে আমি বুঝিনি, পরিস্থিতি এমন জটিল হয়ে যাবে। বার্সায় আমার কম খেলার পেছনেও কারণ আছে। সবকিছু জটিল হয়ে যাচ্ছিল। আমার সঙ্গে কোম্যানের কোনো যোগাযোগ ছিল না। আর তা আমাকে আমাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিচ্ছিল মাঠে। কারণ বিষয়টি আমার আত্মবিশ্বাসকে মেরে ফেলছিল।’
গত বছর জুভেন্টাস ছেড়ে বার্সায় যোগ দেন পিয়ানিচ। কিন্তু কাতালান জায়ান্টদের হয়ে লিগে মাত্র ১৯ ম্যাচ মাঠে নামার সুযোগ হয় তার।