Arrested: ওভাল ক্রিকেট গ্রাউন্ডে শারীরিক আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে

অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। এবার আর রেহাই মিলল না ড্যানিয়েল জার্ভিসের। ‘ভারতপ্রেমী’ এই ইংরেজ সমর্থক ইংল্যান্ড-ভারত সিরিজে একাধিকবার মাঠে ঢুকে পড়েন। লর্ডস ও লিডস টেস্টের পর ওভালেও একই কাণ্ড ঘটিয়ে সাউথ লন্ডন পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।ড্যানিয়েল জার্ভিস মূলত একজন ইউটিউবার, যিনি ‘জারভো ৬৯’ নামেই বেশি পরিচিত।শুক্রবার ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন স্বাগতিকদের ইনিংসের ৩৪তম ওভার চলাকালীন মাঠে ঢুকে পড়েন জারভো। ভারতের জার্সি গায়ে মাঠে প্রবেশ করেছিলেন তিনি।

ভারতের হয়ে তখন বল করছিলেন পেসার উমেশ যাদব। আর ব্যাট করছিলেন অলি পোপ। নন-স্ট্রাইকে দাঁড়িয়ে ছিলেন জনি বেয়ারস্টো।উমেশ রানআপ নেওয়ার আগেই গ্যালারি থেকে নেমে একটি বল নিয়ে উইকেটের দিকে দৌড়াতে থাকেন জারভো। উইকেটের কাছে এসে বল ডেলিভারিও করেন। নিজেকে সামলাতে না পারায় বেয়ারস্টোর সাথে সজোরে ধাক্কা লাগে তার।

ঘটনায় তীব্র বিরক্ত হন বেয়ারস্টো। আম্পায়ারের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। খানিক পর নিরাপত্তাকর্মীরা এসে বাইরে নিয়ে যান জারভোকে।জারভোকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করে দেওয়া এক বিবৃতিতে মেট্রো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শুক্রবার ওভাল ক্রিকেট গ্রাউন্ডে শারীরিক আক্রমণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন সাউথ লন্ডন পুলিশ স্টেশনে হেফাজতে রাখা হয়েছে।’

এর আগে লর্ডসে ভারতের খেলোয়াড় সেজে ফিল্ডিংয়ে নেমে পড়েছিলেন জারভো। হেডিংলিতে ব্যাট-প্যাড নিয়ে বিরাট কোহলির জায়গায় নেমে যান। সেই ঘটনায় হেডিংলিতে নিষিদ্ধ করা হয়েছে জারভোকে।জারভো এমন কর্মকাণ্ডে বিরক্ত ইংরেজ সমর্থকরাও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?