অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ বহনকারী বিমানের জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার থেকে পুনরায় চালু করা হয়েছে। শিগগিরই যাত্রীবাহী বিমান চলাচলও শুরু হবে।
আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ একটি টিম কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে সক্ষম হয়েছে এবং শীঘ্রই এটি বেসামরিক বিমানের জন্য প্রস্তুত হবে।
আল জাজিরা জানায়, কাবুল বিমানবন্দরের রানওয়েটি আফগানিস্তানের কর্তৃপক্ষের সহযোগিতায় মেরামত করা হয়েছে। কাবুল থেকে মাজার-ই-শরীফ এবং কান্দাহার শহরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইটও পরিচালিত হয়েছে।
গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র আফগানিস্তান ত্যাগ করার পর কাবুল বিমান বন্দর বন্ধ হয়ে যায়। এর আগে যুক্তরাষ্ট্রই বিমান বন্দরটি চালাতো। যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর বিমান বন্দর চালানোর মতো লোক না থাকায় তালেবানরা সেটি বন্ধ রাখে।
এ ছাড়া গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানের অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আন্তর্জাতিক রুটেও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়।