United States: বন্যায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬

অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। হারিকেন আইদার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। বৃহস্পতিবার এ ঘোষণা আসে, এর মধ্যে নিউজার্সিতে মারা গেছে কমপক্ষে ২৩ জন। খবর সিএনএন।

গভর্নর ফিল মারফি জানান, বন্যায় গাড়ির মাঝে পানিতে ডুবে বেশির ভাগ মারা গেছেন। যাদের অনেকের পরিচয় জানা যায়নি।

মূলত পূর্বের ছয় রাজ্য কানেকটিকাট, মেরিল্যান্ড, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায় বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে। ঝড়ের পর কিছু এলাকায় আকস্মিক অতিবৃষ্টি দেখা যায়।

কানেকটিকাটে মৃতদের মধ্যে একজন সৈনিকও রয়েছেন। তিনি একজন হারিয়ে যাওয়া ব্যক্তির ডাকে সাড়া দিতে গিয়ে ভেসে যান।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় জোর উদ্ধার তৎপরতা দেখা যায়। নিউইয়র্কের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত হচ্ছেন, বেসমেন্টে কেউ আটকে আছেন কিনা।

এ শহরে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ১১ জন ভবনের বেসমেন্টে পানিবন্দী অবস্থায় মারা গেছে।

এ দিকে প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ‘ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন হবে।

পুরো যুক্তরাষ্ট্র জুড়েই পরিবেশগত নানা বিপর্যয় অব্যাহত রয়েছে এবং দেশটি এই বিপর্যয়কে ‘জীবন-মৃত্যুর সংকট’ হিসেবে বিবেচনা করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

ঘূর্ণিঝড় আইদা গত রবিবার লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। ঘূর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি ৪ মাত্রার।

ঘূর্ণিঝড়ের আঘাতে লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে হাজার হাজার ঘরবাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। নিউ অরলিন্সে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?