অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। কয়েকদিন আগেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন রাজস্থানের অবনী লেখারা। প্যারালিম্পিক আসরে নজির গড়েছিলেন তিনি। সেই অবনী এবার আরও একটি পদক তুলে আনলেন প্যারালিম্পিকের আসর থেকে।
৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন অবনী। একটি অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে দুটি পদক জয়ের নজির আজ পর্যন্ত কোন ভারতীয় অলিম্পিয়ানের নেই। সে দিক থেকে দেখতে গেলে অলিম্পিকের আসরে এক অনন্য নজির সৃষ্টি করলেন অবনী লেখারা।
তিনি পয়েন্ট করেছেন ৪৪৫.৯ । এই ইভেন্টে সোনা পেয়েছেন চিনের প্রতিযোগী।