অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। ভারতের মতো বাংলাদেশও করোনা পরিস্থিতি কিছুটা হলেও সামলে উঠেছে। আর এই করোনা পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনার প্রশাসনকে সবরকমভাবে সাহায্য করছে ভারত সরকার । বৃহস্পতিবার দু’টি ভ্রাম্যমান মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত।
ভারতীয় নৌসেনার আইএনএস সাবিত্রী এ দিন সকালে ভ্রাম্যমান মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্টগুলি নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের তরফে এক টু্ইটে জানানো হয়েছে– বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে আইএনএস সাবিত্রী এসে পৌঁছেছে। আইএনএস সাবিত্রীকে স্বাগত জানানোর জন্য বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্তৃপক্ষের আধিকারিকরা।
জানা যায়– এই দু’টি প্ল্যান্ট ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। স্বয়ংসম্পূর্ণ ও অত্যাধুনিক এই প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিক্যাল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী।
প্ল্যান্টগুলি চিকিৎসা কাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসর্পশন (পিএসএ) নীতি সহ জিওলাইট (মলিকুলার সীভ) প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিক্যাল অক্সিজেন উৎপন্ন করে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে– ভারত ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে হাতে হাত মিলিয়ে কাজ করছে। যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।
অন্যদিকে নরেন্দ্র মোদি যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন– তখনই প্রতিবেশী দেশকে অ্যাম্বুলেন্স ও অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। এর আগেও বাংলাদেশকে ২০০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন দিয়ে সাহায্য করেছিল নয়াদিল্লি। এছাড়া জুন থেকে অগাস্ট মাসের মধ্যে ৫ হাজার ৩২৫ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে আমদানি করেছে বাংলাদেশ।