অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এবারের লক্ষ্যবস্তু বছরের শুরুতে সংগঠিত অভ্যুত্থানে সেনবাহিনীকে অস্ত্র ও আর্থিক সমর্থন দেওয়া বাণিজ্যিক সহযোগী।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, টিও গ্রুপ অব কোম্পানিজের সকল প্রতিষ্ঠান ও এর প্রতিষ্ঠাতা তায় জা’র সম্পত্তি জব্দ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়, এই ব্যবসায়ী সেনাবাহিনীর পক্ষে অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত ছিল। আরও বলা হয়, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনে এই প্রতিষ্ঠান তহবিল দিয়েছে।
এর আগে মিয়ানমারে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এক বিবৃতিতে জানান, মিয়ানমারের জনগণের পর নৃশংস হামলা বন্ধের কোনো লক্ষণ দেখায়নি সামরিক জান্তা।
অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে মিয়ানমারের আর্থিক ও অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে বলে জানান তিনি। এর সঙ্গে জান্তাদের কার্যক্রমকে যারা সমর্থন করে তাদেরও যুক্ত করা হবে।
এ নিষেধাজ্ঞার কারণে তায় জা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। বলা হচ্ছে, তিনি সাবেক ও বর্তমান জান্তা সরকারের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত। সেনাবাহিনীর অস্ত্র সংগ্রহে সংযুক্তির মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করেছেন তায়।
ইতিমধ্যে মিয়ানমার জেমস এন্টারপ্রাইজ, মিয়ানমার ইকোনমিক কোঅপারেশন ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডসহ সেনা সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া সরকারের একাধিক মন্ত্রী ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশব্যাপী সহিংসতায় মিয়ানমারে ১ হাজার ৪৫ জন মানুষ মারা যায়। সেনাদের আক্রমণে নিহতদের বড় একটি অংশ শিশু। বর্তমানে ৬ হাজারের মতো মানুষ বন্দী রয়েছে। এত নিপীড়নের মাঝেও দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে।