অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। কাবুলের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে তালেবানরা আফগানিস্তানে এবার ‘সভ্য’ আচরণ করবে। এমনই আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি বলেন, রাশিয়া চায় না আফগানিস্তান ভেঙে পড়ুক। খবর: এনডিটিভি।
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, তালেবানরা আফগানিস্তানে ‘সভ্য’ পরিবেশ তৈরি করলে তাদের সাথে কথা বলা, যোগাযোগ করা সহজ হবে।
দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাশিয়ান এই নেতা বলেন, গত মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী প্রত্যাহার করেছে অনেকটা বিপর্যস্ত পরিবেশের মধ্যেই। এই পুরো যুদ্ধে তারা ১.৫ ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু এর ফলাফল কী?
তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে রাশিয়া বিশেষ সর্তকতা অবলম্বন করে আসছে। ১৫ আগস্টের পর কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন এবং জানান মস্কো আফগানিস্তান থেকে তাদের দূতাবাস সরিয়ে নেবে না।
তবে, গত সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় মস্কো কাবুল থেকে রাশিয়ান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলির নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে।মধ্য এশিয়ার তিনটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এসব দেশে রাশিয়ার সামরিক ঘাঁটিও আছে।