অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। আভিস্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোতে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। ওপেনিংয়ে মিনোদ ভানুকার সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে স্বাগতিকদের ভালো ভিতে দাঁড় করিয়ে দেন সেঞ্চুরিয়ান ফার্নান্ডোই। তার ১১৮ রানের ঝলমলে ইনিংসের সঙ্গে চারিথা আশালঙ্কার ৭২ রানে ৩০০ ছুঁয়েছে শ্রীলঙ্কার স্কোর।
জবাবে ২৮৬ রান করতে পারে প্রোটিয়ারা। আইডেন মারকরাম খেলেন ৯৬ রানের ইনিংস। রসি ফন ডার ডুসেন খেলেন ৫৯ রানের ইনিংস।
এই জয়ে পাওয়া ১০ পয়েন্টের সুবাদে আইসিসি সুপার লিগে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচে ৩২।