অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে অপরাজিত থাকার দৌড়ে আরেকটু্ এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। এ নিয়ে টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি লিওনেল স্কালোনির দল।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন লাউতারো মার্তিনেস, হোয়াকেন কোরেয়া ও আনহেল কোরেয়া।
অন্যদিকে ম্যাচের শেষ মুহূর্তে ভেনেজুয়েলার হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন ইয়েফেরসন সোতেলদো।
ঘরের মাঠ হলেও ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার বিপক্ষে সুবিধা করে উঠতে পারছিল না ভেনেজুয়েলা। তার মধ্যে প্রথমার্ধেই ১০ জনের দল হয়ে পড়ে তারা। ২৯তম মিনিটে লিওনেল মেসিকে বিপজ্জনক ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখলেও ভিএআর চেকের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভেনেজুয়েলার লুইস মার্তিনেসকে।
এরপর প্রতিপক্ষকে একেবারে কোণঠাসা করে ফেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মার্তিনেস। বিরতির পর আরও দুটি গোল হজম করে ভেনেজুয়েলা।
৭১তম মিনিটে আর্জেন্টিনার ব্যবধান বাড়ান হোয়াকেন কোরেয়া। এর তিন মিনিট পর আনহেল কোরেয়ার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্কালোনির দল।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি পায় ভেনেজুয়েলা। সুযোগ কাজে লাগিয়ে স্পট কিকে দলের একমাত্র গোলটি করেন সোতেলদো।
বিশ্বকাপ বাছাইয়ে এর আগে চিলির সঙ্গে ১-১ ও কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এবারই জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। এই জয়ে সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট হলো ১৫।