অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) জঙ্গি দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এমন ইঙ্গিতই দিয়েছেন। খবর এএফপি’র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) জঙ্গি দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোয় সবচেয়ে বড় হামলাটি চালায় আইএস-কে। কাবুল বিমানবন্দর এলাকায় ওই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছেন।
ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা ভুলে যাবো না, ক্ষমা করবো না। ’
এরপর আইএসের বিষয়টি আবারও সামনে আনলেন মার্ক মিলি। তবে সন্ত্রাস দমনে কবে নাগাদ তালেবানের সঙ্গে কাজ হতে পারে, তা উল্লেখ করেননি তিনি।
সন্ত্রাস দমনে আফগানিস্তানে হামলা চালিয়ে ২০০১ তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল তারা। ২০ বছর পর আফগানিস্তান থেকে ৩১ আগস্ট মার্কিন সেনারা ফিরে গেছেন।
সংবাদ সম্মেলনে তালেবানকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়েছেন মার্ক মিলি বলেন, এটা এখনো স্পষ্ট নয়, তালেবানের কোনো পরিবর্তন হবে কি না।