স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। স্মার্টসিটিতে ক্রমবর্ধমান চুরির ঘটনায় এবার রক্ষা নেই বাইসাইকেলেরও৷ এদিন রাজধানীর ধলেশ্বর এক বাড়ি থেকে চুরি হল বাইসাইকেল৷
অভিযোগ চোর দিনদুপুরে বাড়ির ভিতর থেকে ওই বাইসাইকেল চুরি করে নিয়ে যায়৷ বাড়ির মালিক এই বিষয়ে পূর্ব থানার অভিযোগ করেন৷ পুলিশ পরে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্ত চোরকে চিহ্ণিত করে৷
পুলিশ বুধবার অভিযুক্ত টুটন ঋষিদাস নামে ওই চোরকে গ্রেপ্তার করেছে৷ তাকে চিত্তরঞ্জন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ যদিও রাত পর্যন্ত পুলিশ ওই চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করতে পারেনি৷ পুলিশের বিবরণ অনুযায়ী বাইসাইকেল মালিকের নাম সুধন ভৌমিক৷
চুরি যাওয়া সাইকেলের বাজারদর ৭ হাজার টাকা৷ ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাইকেলটি উদ্ধার করা সম্ভব হবে বলে পুলিশের দাবি৷ এই প্রসঙ্গে উল্লেখ্য স্মার্টসিটি আগরতলায় প্রতিদিন চুরি হচ্ছে৷
দু’দিন আগেই পশ্চিম থানাধীন গান্ধিঘাট সরকারি আবাসন থেকে লুঙ্গি, গামছা পর্যন্ত চোর নিয়ে গেছে৷ এছাড়াও প্রতিদিন বাইক চুরি, দোকান এবং বাড়িঘরে চুরির ঘটনা ঘটে চলছে৷ কোভিডের সময়ে এবং পরে ছোটখাটো সামগ্রী চুরির ঘটনা বেড়ে গেছে৷
স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেছেন শহরবাসী৷ ক্রমবর্ধমান চুরির ঘটনায় রাজধানীর সিসি ক্যামেরা এবং পুলিশের আদৌ কোন কার্যকারিতা এবং টহল আছে কিনা তানিয়ে প্রশ্ণ উঠেছে৷