Nicky Haley: চীন যেকোনো সময় আফগানিস্তানের বিমানবন্দর দখলের পায়তারা করতে পারে, জানালেন নিকি হ্যালি

অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। তালেবাদের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির জাতিসংঘে নিযুক্ত সাবেক দূত নিকি হ্যালি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনকে চোখে চোখে রাখা।

চীন যেকোনো সময় আফগানিস্তানের বিমানবন্দর দখলের পায়তারা করতে পারে। এক্ষেত্রে ভারতের চির প্রতিপক্ষ পাকিস্তানকেও তারা সঙ্গে নিতে পারে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র তার মিত্রদের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এক প্রশ্নের জবাবে নিকি হ্যালি বলেন, বাইডেন সরকারের এখন সবচেয়ে বড় কাজ মিত্রদের শক্তিশালী করা, সম্পর্ক জোরদার করা, সামরিক বাহিনীকে আধুনিক করা। অন্যতম বন্ধুরাষ্ট্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করা দরকার যে, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। সাইবার অপরাধ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানও জানান দেওয়া দরকার বলে তিনি মনে করেন।

এ সময় তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়ের জন্য জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বাইডেনের বক্তব্য শুনে পা ভাঙা হাঁসের কথা মনে পড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?