স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১ সেপ্টেম্বর।। কৈলাসহর পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে চুরি হলো ১৮,৫০০ টাকা৷
ওই মহিলা গ্রাহক কৈলাসহর থানায় অভিযোগ জানালেও পুলিশ কোন কূলকিনারা করতে পারেনি৷ তার নাম শিব্রতী পার্শি৷ বুধবার তিনি কোলের শিশু পুত্রকে নিয়ে ব্যাঙ্কে যান৷ ১৮,৫০০ টাকা তুলেন৷
তারপর বাড়ি ফেরার পথে ভেবেছিলেন শিশুপুত্রের জন্য বিসকুট কিনবেন৷ তখনই ব্যাগে হাত দিয়ে দেখেন টাকা নেই৷ ব্যাঙ্কে গিয়ে খোঁজ করেন, খবর দেন কৈলাসহর থানায়৷
পুলিশ ব্যাঙ্কে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে৷ কিন্তু ব্যাঙ্কের ভিতর সমস্ত জায়গা সিসি ক্যামেরার আওতায় না থাকায় ব্যাগ থেকে কে কিভাবে টাকা চুরি করে নিয়েছে তা জানা যায়নি৷
এই ঘটনায় ব্যাঙ্কের অন্যান্য গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে৷